বকেয়া বেতনের দাবিতে আদমজী ইপিজেডে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ইপিজেডের বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল মিলের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।
পুলিশ ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল মিলে ৬৫০ শ্রমিক কাজ করেন। ওই কারখানার শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া আছে। বেতন না দেওয়ায় শ্রমিকেরা ১৩ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেয়। ওই দিন শ্রমিকেরা কারখানার সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ শুরু করেন। শিল্প পুলিশ ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেলে তাঁরা ফিরে যান। তবে গত আট দিনেও শ্রমিকদের বেতন পরিশোধ না করায় আজ বৃহস্পতিবার সকালে আদমজী ইপিজেডে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এ সময় তাঁরা ইপিজেড থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশ জলকামান দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রমিকদের দাবি, তাঁদের দুই মাসের বেতন বকেয়া আছে। কারখানার মালিকপক্ষ বেতন না দিয়ে মঙ্গলবার থেকে কারখানা তালাবদ্ধ করে দিয়েছে।
শিল্প পুলিশ-৪ পরিদর্শক (গোয়েন্দা) বশির আহমেদ প্রথম আলোকে বলেন, শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া আছে। কারখানাটি বন্ধ রয়েছে। কারখানার মালিকপক্ষের মুঠোফোন বন্ধ। যোগাযোগের চেষ্টা করছেন তাঁরা। শ্রমিকেরা যাতে দ্রুত বকেয়া বেতন পান, সেই চেষ্টা তাঁরা করছেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে জানান, শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে ইপিজেডের ভেতরে কারখানার সামনে বিক্ষোভ করছেন। তাঁরা কারখানার সামনে থেকে রাস্তায় নেমে আসেন। সড়ক অবরোধের চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।