default-image

বগুড়ায় কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বগুড়ার শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতাল ও টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দুজনের মৃত্যু হয়।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আজ বেলা সাড়ে তিনটায় মারা যাওয়া রোগীর নাম আবদুল করিম (৮১)।

তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। ১৯ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, করোনাভাইরাস পজিটিভ শনাক্ত ওই রোগী আজ বেলা সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

অন্যদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আফরোজা বেগম (৫০)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা। ২৭ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মুখপাত্র ও সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম বলেন, গতকাল সোমবার কোভিড পজিটিভ শনাক্ত ওই রোগীর দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় নেগেটিভ শনাক্ত হয়। কিন্তু শ্বাসকষ্টসহ কোভিডের উপসর্গ ছিল তাঁর মধ্যে। আজ সন্ধ্যায় তিনি মারা যান।

মন্তব্য পড়ুন 0