সৈকতের জিরো পয়েন্টের খানিক পূর্ব দিকে বালুর ওপরে প্রায় ৪০ ফুট দীর্ঘ ও ৮ ফুট প্রস্থের তৈরি করা বালু ভাস্কর্যের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের মানচিত্রের ঠিক মাঝখানে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। পাশাপাশি রয়েছে মহান ভাষা আন্দোলন, ছয় দফা, একাত্তরের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট। ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘আমার সোনার বাংলা’, ‘জয় বাংলা’, ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’—এমন সব স্লোগান বালু ভাস্কর্যের বিভিন্ন অংশে লেখা হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন পর্যন্ত কুয়াকাটায় আসা পর্যটক-দর্শনার্থীরা এ বালু ভাস্কর্য প্রদর্শনী দেখতে পারবেন। ভাস্কর্য প্রদর্শনীর পাশাপাশি কুয়াকাটায় মুজিব বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ভাস্কর্য তৈরির কাজে নিয়োজিত শিক্ষার্থী আবদুর রহমান বিজয় বলেন, ‘কুয়াকাটা একটি জনবহুল এলাকা। এখানে দেশ-বিদেশের হাজার হাজার পর্যটকের আগমন ঘটে। বেশিসংখ্যক মানুষ এমন শিল্পকর্ম দেখে দেশের জন্য উজ্জীবিত হবে, তাদের মধ্যে চেতনাবোধ সৃষ্টি হবে এবং দেশকে হৃদয়ে ধারণ করবে বলে আমরা মনে করি।’ তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশমাতৃকার অর্জনগুলো নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরাই হলো আমাদের এমন শিল্পকর্মের মূল উদ্দেশ্য।’