গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, ঘটনাটি বঙ্গবন্ধুকে অবমাননার শামিল। এ অভিযোগে আবদুস সালাম ও গোলাম কবীরসহ উপস্থিত সব শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টাও চলছে।
কেকের বদলে পাউরুটি কাটার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাদ্রাসার আরেক শিক্ষক আজমুল হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, বাজারে কেক না পাওয়ায় পাউরুটি নিয়ে এসে কেকের মতো করে কাটা হয়।