বন্য প্রাণী হত্যা রোধে প্রয়োজন সচেতনতা ও আইনের প্রয়োগ

নাগরিক সংলাগ অনুষ্ঠানে অতিথিদের প্রশ্ন করছেন এক শ্রোতা। আজ বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের এম আবদুর রহিম মিলনায়তনে
ছবি: প্রথম আলো

নগরায়ণের ফলে বনাঞ্চল কমে যাচ্ছে। এতে বন্য প্রাণী তাদের আবাসস্থল হারাচ্ছে। মানুষের মধ্যে ধৈর্য্য ও সহনশীলতা কমে যাওয়ায় অকারণে অহরহ বন্যপ্রাণী হত্যার ঘটনাও ঘটছে। সাম্প্রতিক সময়ে ঠাকুরগাঁওয়ে নীলগাই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মানুষের অজ্ঞতা ও নিষ্ঠুরতার বাস্তব চিত্র ফুটে উঠেছে। মানুষের প্রয়োজনে দেশের প্রতিবেশ ঠিক রাখতে বনাঞ্চল ও বন্য প্রাণী সংরক্ষণ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ জন্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বন্য প্রাণী সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।

আজ বুধবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের এম আবদুর রহিম মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে বন্য প্রাণী হত্যা রোধে করণীয় শীর্ষক এক নাগরিক সংলাপ অনুষ্ঠানে বক্তারা এসব মন্তব্য করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর শাখার সভাপতি কানিজ রহমান।

অনুষ্ঠানের শুরুতে দিনাজপুরসহ উত্তরাঞ্চলে বিভিন্ন সময়ে বন্য প্রাণী হত্যার বর্ণনা দিয়ে প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্র প্রদর্শন করেন সংগঠনের নেটওয়ার্ক সদস্য কংকন কর্মকার। পরে একইভাবে পরিবেশের জন্য বন্য প্রাণীর গুরুত্ব ও করণীয় বিষয়ে তথ্যচিত্র প্রদর্শন করেন সামাজিক বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুম। এ সময় সেখানে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বারিউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম, বেলার উত্তরাঞ্চলের সমন্বয়কারী তন্ময় সান্যাল প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে কয়েকজন বলেন, দেশে বন্য প্রাণী সংরক্ষণ আইন আছে। কিন্তু আইনটি সম্পর্কে মানুষের সচেতনতা কম। বন উজাড় ও নির্বিচারে বন্য প্রাণী নিধন করা হলেও আইনের প্রয়োগ চোখে পড়ছে না। এ সময় বন্য প্রাণী সংরক্ষণ ও আইন বিষয়ে বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তকে প্রবন্ধ সন্নিবেশ করা এবং একই সঙ্গে আইনের কঠোর প্রয়োগের দাবি জানান তাঁরা।

আলোচনায় বিভাগীয় বন কর্মকর্তা বশির আল মামুন বলেন, ঠাকুরগাঁও জেলায় নীলগাই হত্যাকাণ্ডের বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে। এ ছাড়া মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বনবিভাগ কিছু সভা-সেমিনার ও লিফলেট বিতরণ কর্মসূচি গ্রহণ করেছেন। বন ও বন্যপ্রাণী রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।