বরিশালে মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন খারিজ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো সাংসদ মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে। আবেদনটি পর্যবেক্ষণ শেষে আজ মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) মো. কাকন এ তথ্য নিশ্চিত করেন।
বেঞ্চ সহকারী মো. কাকন বলেন, আবেদনটি গ্রহণ করলেও পর্যবেক্ষণের পর গ্রহণের মতো কোনো উপাদান না থাকায় সেটি খারিজ করে দিয়েছেন আদালতের বিচারক। গতকাল সোমবার বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে এ মামলার আবেদন করেছিলেন।
এজাহারে মো. আবুল কালাম আজাদ উল্লেখ করেন, মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের ভার্চ্যুয়াল টক শোতে অংশ নিয়ে মুরাদ হাসান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন। মামলার আবেদনে ভার্চ্যুয়াল টক শোর উপস্থাপক নাহিদকেও আসামি করা হয়েছিল।
সম্প্রতি ভার্চ্যুয়াল একটি টক শোতে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এর মধ্যেই একজন চিত্রনায়িকার সঙ্গে তাঁর আপত্তিকর ফোনালাপ ফাঁস হয়। এসব নিয়ে বিতর্ক শুরু হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান। হারান জামালপুর জেলা ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের পদও।