বরিশালে সড়ক দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন

বরিশালের উজিরপুরে রোববার সড়ক দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি হয়
ফাইল ছবি

বরিশালের উজিরপুরে গতকাল রোববার সকালে সড়ক দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানির ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসন তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেছে। এ ছাড়া নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে সরকারি সহায়তা হিসেবে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার।

বরিশালের জেলা প্রশাসক জসিম হায়দার বলেন, উজিরপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। রোগীদের খোঁজখবর নেওয়াসহ সার্বিক তত্ত্বাবধানে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।

আরও পড়ুন