বরিশালে ৫০ মণ জাটকা উদ্ধার, এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ
বরিশালে বিভিন্ন যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে এ অভিযান চালানো হয়। পরে আজ শনিবার সকালে জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানা ও অসহায়-দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
নৌ পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে অভিযান চালান নৌ পুলিশের সদস্যরা। এ সময় একাধিক যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করা হয়।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানাত জানান বলেন, বরিশাল নৌ পুলিশের জাটকাবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কলাপাড়া-মহিপুর থেকে ঢাকাগামী একাধিক যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, জব্দ করা এসব জাটকা আজ বেলা ১১টার দিকে বরিশাল পুলিশ লাইনস মাঠে বিভিন্ন এতিমখানা ও অসহায়-দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।