বাউফলে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

বরিশাল জেলার মানচিত্র

জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর বাউফল উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার উপজেলার নওমালা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে আটজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে নওমালা গ্রামের মো. ইউসুফ পেশকারের পরিবারের সঙ্গে একই গ্রামের মো. মজিদ ফকিরের পরিবারের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। আজ সকাল ৮টার দিকে ইউসুফ পেশকারের দখলে থাকা নওমালা আবদুর রশিদ খান ডিগ্রি কলেজের পূর্ব পাশের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ শুরু করেন মজিদ ফকির ও তাঁর লোকজন। এতে বাধা দেন ইউসুফ পেশকারের চাচাতো ভাই মো. কামাল হোসেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মজিদ ও তাঁর লোকজন কামালকে মারধর করে। খবর পেয়ে কামালের লোকজন এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।