বাগমারায় পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
রাজশাহীর বাগমারায় পুকুরে গোসল করতে নেমে আফসানা খাতুন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আফসানা খাতুন মির্জাপুর গ্রামের মসজিদের ইমাম আমিনুল ইসলামে মেয়ে। শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে পাড়ার অন্য শিশুদের সঙ্গে আফসানা বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। বেশ কিছুক্ষণ পর অন্য শিশুরা বাড়িতে ফিরে এলেও আফসানা আসেনি।
এ সময় তার সঙ্গে গোসল করতে যাওয়া আরেক শিশু আফসানার পানিতে ডুব দিয়ে আর না ওঠার বিষয়টি তার বাবাকে জানায়। পরে পুকুরে গিয়ে শিশু আফসানাকে পানিতে ভাসতে দেখা যায়। অচেতন অবস্থায় বেলা সাড়ে ১১টায় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া যায়। সেখানে শিশুকে মৃত বলে জানানো হয়।
শিশুর বাবা আমিনুল ইসলাম বলেন, তার মেয়ে সাঁতার জানত না। পুকুরে পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি। পানিতে তলিয়ে সে মারা গেছে।