বাগেরহাটে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে তিনজন আহত

বাগেরহাটের শরণখোলায় অ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন
ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় অ্যাম্বুলেন্সে থাকা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ তিনজন আহত হয়েছেন। বিস্ফোরণের সময় অ্যাম্বুলেন্সটিতে কোনো রোগী ছিলেন না। গতকাল শুক্রবার রাতে উপজেলার রায়েন্দা-মাছুয়া ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন অ্যাম্বুলেন্সের চালক মো. মামুন, চালকের সহকারী মো. মিলন ও মো. শিমুল তরফদার নামের এক পথচারী। তাঁদের মধ্যে দগ্ধ চালক ও তাঁর সহকারীকে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আর শিমুল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাম্বুলেন্স হিসেবে চললেও গাড়িটি মূলত একটি মাইক্রোবাস। চালকের পেছনের ছিটগুলো সরিয়ে অ্যাম্বুলেন্সের আদলে চলছিল গাড়িটি। ঘটনার সময় একজন রোগী নিতে যাচ্ছিল সেটি। পথে গাড়িতে থাকা অক্সিজেন সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, খুলনায় যাওয়ার জন্য ফোন পেয়ে অ্যাম্বুলেন্সটি রোগী আনতে যাচ্ছিল। পথে ওই দুর্ঘটনা ঘটে।

আহত অ্যাম্বুলেন্সের চালক মো. মামুন প্রথম আলোকে বলেন, ‘রায়েন্দা বাজারের ফেরিঘাট এলাকায় নুরুল ইসলাম মীর নামের এক শ্বাসকষ্টের রোগীকে খুলনায় নিয়ে যাওয়ার জন্য কল পান। তাই অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিলাম। রোগীর বাড়ির কাছে পৌঁছে তাঁর বাড়িতে যাওয়ার জন্য সিলিন্ডারটি নামাচ্ছিলাম। তখন বিস্ফোরণের ঘটনা ঘটে।’

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বলেন, ‘অগ্নিদগ্ধ তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজনেরই দুই হাত কিছুটা পুড়ে গেছে। আর একজনের মাথায় সামান্য ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’