বান্দরবানে জনসংহতির সাবেক কর্মীকে গুলি করে হত্যা

হত্যা
প্রতীকী ছবি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সদর ইউনিয়নের নতুনপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেছে জনসংহতি সমিতির (জেএসএস) সাবেক এক কর্মীর। নিহত ব্যক্তির নাম মংচিংসুইয়ে মারমা (৩২)। আজ শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করে ফেরার পথে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে নতুনপাড়ায় নিজের বাড়ির পাশে গোসল করতে যান মংচিংসুইয়ে। গোসল শেষে পুকুর থেকে বাড়ির মাঝামাঝি স্থানে পৌঁছালে আগ থেকে ওঁত পেতে থাকা এক অস্ত্রধারী তাঁকে খুব কাছ থেকে গুলি করে। পরে তাঁর মৃত্যু নিশ্চিত হলে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়। খবর পেয়ে রোয়াংছড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে মংচিংসুইয়ে মারমার লাশ উদ্ধার করে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ কবির বলেন, মংচিংসুইয়ে মারমা নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।