বাবা-মা ব্যস্ত পাট নিয়ে, শিশুটি ডুবে গেল নদে

সারোয়ার হোসেন
সংগৃহীত ছবি

নাটোরের বড়াইগ্রামে নদের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়াইগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম সারোয়ার হোসেন (৫)। সে বড়াইগ্রাম পশ্চিমপাড়ার মজর আলীর ছেলে।

বড়াইগ্রাম পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বলেন, বাড়ির পাশের বড়াল নদে পাট জাগ দেন মজর আলী। সেই পাট আঁশ ছড়ানোর উপযোগী হয়েছে। তাই মঙ্গলবার সকালে মজর আলী নিজের স্ত্রীকে নিয়ে পাটের আঁশ ছড়ানোর কাজ শুরু করেন। সঙ্গে নিয়ে যান একমাত্র সন্তান সারোয়ার হোসেনকেও। স্বামী-স্ত্রী মিলে বড়াল নদের তীরে পাটের আঁশ ছড়ানোর কাজ করছিলেন। শিশুসন্তান সরোয়ার পাশে বসে পাট ছড়ানো দেখছিল। বাবা-মা কাজের ব্যস্ত হয়ে পড়েন। ফলে ছেলের দিকে খেয়াল রাখতে পারেননি। দুপুরের দিকে দুজনের অজান্তে নদের পানিতে পড়ে যায় সারোয়ার। হঠাৎ ছেলেকে পাশে না দেখে তাঁরা নদে নেমে ছেলেকে খুঁজতে থাকেন। প্রায় ২০ মিনিট পর ছেলের নিথর দেহ উদ্ধার করেন। তাকে নেওয়া হয় বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, ঘটনাটি তাঁরা শুনেছেন। বিকেলে জানাজা শেষে লাশ দাফন করেছেন স্বজনেরা।