বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও বর্তমান মেয়র জাহাঙ্গীর আলমকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। রোববার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাহাঙ্গীর জেলা আওয়ামী লীগের সদস্যপদে রয়েছেন।
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আসাদুর রহমান দলীয় এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জাহাঙ্গীর আলমকে জেলা কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি প্রদান এবং দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
এর আগে নৌকার বিরুদ্ধে কাজ করায় জাহাঙ্গীর আলমসহ ১৯ নেতাকে বহিষ্কারের জন্য সোনাতলা পৌর কমিটি দলটির জেলা কমিটির কাছে সুপারিশ পাঠায়। জাহাঙ্গীর আলম ছাড়া অন্যরা হলেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম হোসেন, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দবির হোসেন মণ্ডল, দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহসভাপতি মাহফুজার রহমান, জাতীয় শ্রমিক লীগ সোনাতলা উপজেলা শাখার আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক এ টি এম রেজাউল করিম, শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক তৌহিদ আলম প্রমুখ।
২ নভেম্বর সোনাতলা পৌরসভার ভোট গ্রহণ। এখানে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শাহিদুল বারী খান রব্বানী। নারকেলগাছ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম। এ ছাড়া জগ প্রতীক নিয়ে লড়ছেন এ কে এম শাকিল রেজা।
২০১৬ সালের ৭ আগস্ট সোনাতলা পৌরসভায় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিদুল বারী খান রব্বানী মাত্র ৮৮ ভোটের ব্যবধানে ‘বিদ্রোহী’ প্রার্থী জাহাঙ্গীর আলমের কাছে পরাজিত হন। এবারও জাহাঙ্গীর আলম এবং শাহিদুল বারী দুজনই দলীয় মনোনয়ন চেয়েছিলেন। মঙ্গলবার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।