বিশ্বের মানুষের মুখে মুখে বাংলাদেশের উন্নয়নের গল্প: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নবনির্মিত ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ও বহির্বিভাগের সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
ছবি: প্রথম আলো

বিশ্বের যেখানেই যান, বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে পান বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ সোমবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নবনির্মিত ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ও বহির্বিভাগের সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের গল্প এখন বিশ্বের মানুষের মুখে মুখে। নেপাল, ভুটান, পাকিস্তান, ভারত—যেখানেই যাবেন, একটি দেশের নাম শুনবেন; সেটি হলো বাংলাদেশ। অন্য দেশের লোকজন এখন নিজেদের দেশের নামও এতবার উচ্চারণ করে না, যতবার বাংলাদেশের নাম উচ্চারণ করে। এর কারণ একটাই, বাংলাদেশের উন্নয়ন। বাংলাদেশকে বদলে দেওয়ার মূল কারিগর হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই দেশের উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে শক্তি জোগাতে হবে, তাঁর পাশে থাকতে হবে।’

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন শরিফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক হিমাংশু লাল রায়, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক শামস উদ্দিন, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন আহম্মদ হোসেন, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ মনোজিত মজুমদার, সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, চিকিৎসক আফরিন আক্তার প্রমুখ।