বিয়ের ৬ বছর পর কোলজুড়ে এল তিন সন্তান

বিয়ের ৬ বছর পর শাহীন-শাবনূর দম্পতির ঘরে এল তিন সন্তান
ছবি: প্রথম আলো

বিয়ের ছয় বছর পর একসঙ্গে তিন সন্তানের মা–বাবা হলেন দিনাজপুরের বিরল উপজেলার মোতাপুকুর এলাকার শাহীন-শাবনূর দম্পতি। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শাবনূর তিন সন্তানের জন্ম দেন।

এই দম্পতির পারিবারিক সূত্র জানায়, ২০১৬ সালে পারিবারিকভাবে বিয়ে হয় শাহীন ও শাবনূরের। শাহীন স্বর্ণকার হিসেবে কাজ করেন। সন্তানের জন্য অপেক্ষায় ছিলেন তাঁরা। ছয় বছর পর একসঙ্গে তিন সন্তানের জন্মের খবরে পরিবারের সবাই খুশি।

শাহীন-শাবনূর দম্পতির বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার পৌর শহরের মোতাপুকুর এলাকায়। হাসপাতালে বসে শাহীন বলেন, ‘বিয়ের পর থেকে সন্তানের জন্য চেষ্টা করছিলাম। গত বছর থেকে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ফয়সাল আলমের কাছে চিকিৎসা নিচ্ছিলাম। অবশেষে সন্তান হলো। আমার স্ত্রী ও সন্তানেরা সুস্থ আছে।’ তিনি বলেন, প্রসববেদনা শুরু হলে আজ ভোর চারটার দিকে শাবনূরকে হাসপাতালে ভর্তি করা হয়। তিন সন্তানের মধ্যে প্রথমজন ছেলে, দ্বিতীয়জন মেয়ে ও পরেরজন ছেলে।

শাবনূরের অস্ত্রোপচার করেন চিকিৎসক তাসনিম আয়েশা। তিনি বলেন, সাধারণত ৩৫ সপ্তাহে অস্ত্রোপচার করা হয়। শারীরিক অবস্থা বিবেচনায় ৩৪ সপ্তাহে শাবনূরের অস্ত্রোপচার করা হয়। তিন সন্তানের মধ্যে একজনের ওজন ২ কেজি, অপর দুজনের ওজন ১ কেজি ৫০০ গ্রাম ও ১ কেজি ২০০ গ্রাম। মা ও সন্তানেরা ভালো আছে। নবজাতকদের ইনকিউবেটরে রাখা হয়েছে।

শাবনূরের পাশে বসে আছেন তাঁর মা রমিছা বেগম। তিনি বলেন, একসঙ্গে তিন নাতি–নাতনি পেয়ে তাঁরা খুবই খুশি। তবে দরিদ্র হওয়ায় একসঙ্গে তিন সন্তানের লালন–পালন কীভাবে করা যাবে, তা নিয়ে চিন্তিত তাঁরা।