বেতন দাবিতে চট্টগ্রাম রেড ক্রিসেন্ট হাসপাতালের চিকিৎসক-নার্সদের মানববন্ধন

বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেন জেসমিন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বেলা ১টা, চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকা
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরীর জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন। আজ সোমবার দুপুরে নগরীর আন্দরকিল্লায় অবস্থিত হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন করেন তাঁরা।

‘অত্র হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডবাসী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ হাসপাতালে চিকিৎসক, নার্সসহ প্রায় আড়াই শ কর্মী আছেন।

মানববন্ধনে অংশ নেওয়া হাসপাতালের কর্মীরা জানান, তাঁদের প্রায় সাত মাসের বেতন বকেয়া রয়েছে। সময়মতো বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। ধারদেনা করে চলতে হচ্ছে। নিরুপায় হয়ে মানববন্ধন করছেন। দ্রুত দাবি মেনে নেওয়ার অনুরোধ জানান তাঁরা।

এদিকে কর্মীদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলার ভাইস চেয়ারম্যান শেখ শফিউল আজম প্রথম আলোকে বলেন, করোনা মহামারির কারণে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমে গেছে। একসময় ৫০-৬০ জন রোগী ভর্তি থাকলেও এখন হয় ১৫-২০ জন। ফলে হাসপাতালের আয়ও কমে গেছে। তাই কর্মীদের বেতন-ভাতা দিতে একটু সমস্যা হচ্ছে। তবে তা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।