বেলাবতে মাটির ঘরের দেয়ালচাপায় শিশু নিহত, আহত ৪

লাশ
প্রতীকী ছবি

নরসিংদীর বেলাবতে মাটির ঘর ভাঙার সময় একটি দেয়াল কাত হয়ে পাশের একটি টিনের ঘরে চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামে মো. কানন খন্দকারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

নিহত শিশুর নাম ফারজানা আক্তার (৭)। অন্যদিকে কানন খন্দকারের বড় ভাই রবিন খন্দকারের ছয় মাস বয়সী কন্যা তানহা, তাঁর মা নুরজাহান বেগম এবং নিহত ফারজানার দুই ফুফু হালিমা ও অলিভা এ ঘটনায় আহত হন। ঘটনার সময় তাঁরা পাঁচজন ওই ঘরের ভেতরে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহত ফারজানার পরিবার সূত্রে জানা গেছে, কানন খন্দকারের ঘরের সঙ্গে প্রায় লাগোয়া আকরাম ভূঁইয়ার মাটির ঘর। নতুন ঘর নির্মাণের জন্য আকরাম ভূঁইয়ার মাটির ঘরটি ভাঙা হচ্ছিল। একপর্যায়ে আজ বিকেলে ওই মাটির ঘরের একটি দেয়াল কাত হয়ে কানন খন্দকারের টিনের ঘরের ওপর পড়ে যায়।

এ সময় ওই টিনের ঘরে অবস্থানকারী পাঁচজন দেয়ালের নিচে চাপা পড়েন। পরে আহত ব্যক্তিদের বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা আক্তারকে মৃত ঘোষণা করেন।

এদিকে গুরুতর আহত চারজনকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

বেলাব থানার উপপরিদর্শক মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত শিশুর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।