বৈদ্যুতিক তার ছিঁড়ে পাটকাঠিভর্তি ট্রাকে পড়ে আগুন

সাতক্ষীরা জেলার মানচিত্র

বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে পাটকাঠিবোঝাই ট্রাকে পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর আগেই ট্রাকটির মালসহ বড় অংশ পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী শ্বেতপুর গ্রামের অটোরিকশাচালক বাবুর আলী ও ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক শহীদুল ইসলাম বলেন, যশোরের মনিরামপুর থেকে পাটকাঠিভর্তি ট্রাক (ঝিনাইদহ-চ-১১-০০৩২) আশাশুনির বাঁকা বাজার এলাকায় যাচ্ছিল। আশাশুনির কুল্যার মোড়ে পাটকাঠির সঙ্গে বিদ্যুতের তার লেগে ছিঁড়ে ট্রাকের ওপর পড়ে। এ সময় আগুন লেগে পাটকাঠি ও ট্রাকের একটি বড় অংশ পুড়ে যায়। খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভায়। ততক্ষণে ট্রাকে থাকা পাটকাঠি, ট্রাকের ইঞ্জিনসহ প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। এতে সড়কে যানবাহন আটকা পড়ে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান বলেন, পুড়ে যাওয়া ট্রাকটি সরিয়ে ফেললে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।