রোববার, ২৬ মার্চ ২০২৩

EN
English
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • করোনাভাইরাস
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
জেলা

বোরকা পরে অন্তঃসত্ত্বা সেজে মদ পাচারকালে এক পুরুষসহ আটক ২

প্রতিনিধি
রাউজান, চট্টগ্রাম
প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ১৫: ৪০

চট্টগ্রামের রাউজানে অন্তঃসত্ত্বা নারীর ছদ্মবেশে বোরকা পরে পেটের সঙ্গে স্যালাইন বেঁধে তাতে মদ ভরে পাচারকালে এক পুরুষ ও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাউজান পৌরসভার জলিলনগর সিএমপি মসজিদসংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে ৫২ লিটার মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মোগলটুলি এলাকার মুহাম্মদ সাগর (২০) ও সদরঘাট থানার আমেনা বেগম (১৯)।

থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে বোরকা পরিহিত দুই নারী-পুরুষের দেহ তল্লাশি করে ৫২ লিটার মদ জব্দ করা হয়। এ সময় ওই দুজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

চেকপোস্টে জিজ্ঞাসাবাদকালে দুজনেই নিজেদের অন্তঃসত্ত্বা বললেও একজনের কণ্ঠ সন্দেহজনক মনে হয়। এ সময় তাঁদের দেহ তল্লাশি করলে বিপুল পরিমাণ মদ পাওয়া যায়। এখানে একজন নারী ও একজন পুরুষ ছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন ঘটনাটি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, চেকপোস্টে জিজ্ঞাসাবাদকালে দুজনেই নিজেদের অন্তঃসত্ত্বা বললেও একজনের কণ্ঠ সন্দেহজনক মনে হয়। এ সময় তাঁদের দেহ তল্লাশি করলে বিপুল পরিমাণ মদ পাওয়া যায়। এখানে একজন নারী ও একজন পুরুষ ছিলেন। তাঁদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেলা থেকে আরও পড়ুন
  • মাদক
  • চোরাচালান
  • চট্টগ্রাম
  • চট্টগ্রাম বিভাগ
  • রাউজান
মন্তব্য করুন