বোয়ালখালীতে মেয়র বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. জহুরুল ইসলাম। আজ সোমবার নির্বাচন পরিচালনা-২ অধিশাখার এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, বোয়ালখালী পৌরসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মেয়র প্রার্থী মো. জহুরুল ইসলাম। বিধি মোতাবেক গেজেট প্রকাশের ক্ষেত্রে আইনগত আর কোনো বাধা নেই। অন্যান্য কাউন্সিলর পদে নির্বাচনে আর আইনগত কোনো বাধ্যবাধকতা নেই বলে চিঠিতে জানানো হয়। ২০ সেপ্টেম্বর কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম বলেন, একজন মেয়র প্রার্থী হওয়ায় জহুরুল ইসলামকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তাঁর মনোনয়নও অবৈধ হওয়ায় বাতিল হয়েছিল। আদালতের নির্দেশে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। এখন আদালতের আদেশে তাঁকে একমাত্র প্রার্থী হিসেবে কমিশন মেয়র হিসেবে নাম ঘোষণা করেছে।