ব্রাজিলের পরাজয় সইতে না পেরে দুই যুবকের আত্মহত্যার চেষ্টা

কক্সবাজার জেলার মানচিত্র

কোপা আমেরিকা ফুটবল খেলার ফাইনালে ব্রাজিলের পরাজয় মেনে নিতে না পেরে কক্সবাজারের রামুর দুই যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকালে খেলা শেষে বিষপানের ঘটনা ঘটে। দুজনকে ২৫০ শয্যার কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুই যুবক হলেন রামুর উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে মো. কামাল (২২) ও বদি আলমের ছেলে মো. ইসমাইল (৩৫)। দুপুর ১২টার দিকে দুজনকে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

খবরের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মো. আবদুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, বিষপানে দুই যুবক আত্মহত্যার চেষ্টা করেছিলেন। চিকিৎসকেরা দুজনের পাকস্থলী থেকে বিষ অপসারণ করেছেন। দুজনকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখন দুজন শঙ্কামুক্ত।

পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, আজ রোববার সকাল ছয়টার দিকে বাড়িতে বসে ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখেন মো. কামাল। ব্রাজিলের পরাজয় সইতে না পেরে বেশ কান্নাকাটি করেন তিনি। এরপর বাইরে গিয়ে বিষপান করেন। স্থানীয় লোকজন কামালকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দুপুরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এফাজুল হক বলেন, হাসপাতালে আনার পর প্রাথমিকভাবে কামালের পাকস্থলী থেকে বিষ পরিষ্কার করা হয়। তারপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

একই সময় বাড়িতে বসে ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখেন মো. ইসমাইল। প্রিয় দল ব্রাজিলের পরাজয় সইতে না পেরে তিনিও বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

পরিবার ও স্থানীয় লোকজন বলেন, দুজনই ব্রাজিলের কট্টর সমর্থক ছিলেন। কোপা আমেরিকা ফুটবল আসর শুরুর পর থেকে ব্রাজিলের পক্ষ হয়ে এই দুই যুবক আর্জেন্টিনা সমর্থক অনেকের সঙ্গে ঝগড়াও করেন।