ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় কিশোর আটক

হাতকড়া
প্রতীকী ছবি

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় রবিউল ইসলাম (১৭) নামের এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকাল সাতটার দিকে ভারত থেকে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় তাকে আটক করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, রবিউল হাকিমপুর উপজেলার বালুচর গ্রামের হাসান আলীর ছেলে। পাঁচ দিন আগে সে উপজেলার সীমান্তঘেঁষা চুড়িপট্টি খেলার মাঠ দিয়ে ভারতে অবৈধভাবে যায়। আজ সকালে ভারত থেকে ফেরার সময় হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে বিজিবি ওই কিশোরের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে একটি মামলা করেন। তিনি বলেন, ওই কিশোরের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদক, ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা আছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই কিশোর বলেছে, সে যশোরে সংশোধনাগারে ছিল। সপ্তাহখানেক আগে সে নিজের বাসায় ফেরে। গত শুক্রবার হিলি সীমান্ত দিয়ে সে ভারতে যায়। আজ ফেরার সময় তাকে আটক করা হয়।