ভাস্কর্যবিরোধীদের একাত্তরের মতো আবার পরাজিত করব: কৃষিমন্ত্রী রাজ্জাক
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘একাত্তরে মুক্তিযুদ্ধে ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যেভাবে পাকিস্তানি ও তাদের দোসরদের পরাজিত করা হয়েছে, সেভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারীদের পরাজিত করা হবে। মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করা যাবে না। কেউ যদি বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে বা ভাঙে, তাহলে তাদের আবার আমাদের পায়ের নিচে পড়ে ক্ষমা চাইতে হবে।’
আজ শুক্রবার টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে পৌরসভা আয়োজিত টাঙ্গাইল হানাদার মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক এ কথা বলেন। তিনি বলেন, ‘একাত্তরে ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি ও তাদের দোসরদের পরাজিত করেছি। তারা আমাদের পায়ের নিচে অস্ত্র সমর্পণ করেছে। আজকে যারা মনে করছে এ দেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে যাবে, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, তাদের আমরা একাত্তরের মতো আবার পরাজিত করব।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র জামিলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ ছানোয়ার হোসেন, তানভীর হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান প্রমুখ। সভার শুরুতে মুক্তিযুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান আনোয়ার উল আলমের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে টাঙ্গাইল মুক্ত দিবসের কর্মসূচি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, কুষ্টিয়ায় যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, সংবিধান অনুযায়ী তাদের এই কাজ রাষ্ট্রদ্রোহিতার শামিল। এই আইনেই তাদের বিচার হবে। তাদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।