ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাব্বির মিয়া (২০)। তিনি ভৈরবের হাজী আসমত কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
হাইওয়ে পুলিশ জানায়, সাব্বির নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি ভৈরব পৌর শহরের কমলপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। পড়াশোনার পাশাপাশি ব্যবসা করতেন। গতকাল রাত নয়টার দিকে তিনি মোটরসাইকেলে করে বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করছিলেন। তিনি একটি ট্রাককে অতিক্রম করে এগিয়ে যেতে চান। এ সময় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চলে যায়। এতে সাব্বির ঘটনাস্থলেই মারা যান।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।