ভোলায় মেঘনা নদীতে ধরা পড়ল দুই কেজির ইলিশ

ভোলার সদরে মেঘনা নদীতে ধরা পড়া ২ কেজির ইলিশ মাছ
ছবি: সংগৃহীত

ভোলা সদরে মেঘনা নদীতে এক জেলের জালে ২ কেজি ৫৫ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। মাছটি পরে এক হাত ঘুরে বরিশালে সাড়ে ৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।

আজ বুধবার ভোরে উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলিসংলগ্ন নদীতে জেলে মো. রিপন ওরফে রফু মাঝির জালে ওই ইলিশ ধরা পড়ে।

তুলাতুলি মাছঘাটের সোহেল পাটওয়ারীর আড়তের ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ নাসিম জানান, ভোরে তুলাতুলি গ্রামের রিপন মাঝি মেঘনা নদীতে জাল-নৌকা নিয়ে মাছ শিকারে বের হন। তাঁর জালে বিভিন্ন আকারের ইলিশের সঙ্গে ২ কেজি ৫৫ গ্রাম ওজনের একটি বড় ইলিশও ধরা পড়ে। ওই জেলে সকাল ১০টার দিকে মাছটি বিক্রির জন্য তুলাতুলি মাছঘাটের সোহেল পাটোয়ারীর আড়তের বাক্সে ফেলেন। মাছটি নিলাম-ডাকে তোলা হয়। পরে ৩ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন কামাল হোসেন ব্যাপারী। কামাল মাছটি বরিশালে পাঠালে সেখানে সাড়ে ৪ হাজার টাকায় বিক্রি হয়।

জেলের কাছ থেকে ৩ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন কামাল হোসেন ব্যাপারী। কামাল মাছটি বরিশালে পাঠালে সেখানে সাড়ে ৪ হাজার টাকায় বিক্রি হয়।

জেলে রিপন মাঝি বলেন, ‘নদীত মাছ নাই কইলেই চলে। তয় দুই-চাইডা যা পাই, দাম পাই বালা।’ তুলাতুলি মাছঘাটের আড়তদার আসলাম গোলদার বলেন, নদীতে মাছ যা ধরা পড়ে, তার অধিকাংশই বড় আকারের। তবে দিনে তিন-চারটির বেশি ইলিশ পাচ্ছেন না জেলেরা।

ভোলা সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন বলেন, ঘন ঘন বৃষ্টি হলে জেলেরা ইলিশ পাবেন। এখনো ইলিশ মাছ নদীতে আসা শুরু করেনি। তবে মেঘনা নদীতে বড় আকারের ইলিশ পেতে শুরু করেছেন জেলেরা। জেলেরা সঠিকভাবে নিষেধাজ্ঞা মানার কারণে জাটকা বড় হয়েছে।