সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

আড়ত থেকে মাছ কিনে ভ্যানে করে খুচরা বিক্রির উদ্যোগ নেন আবুল বাশার। ভাগ্যবদলের আশায় নতুন এই স্বপ্ন তাড়া করে। ভ্যানগাড়িও কেনেন তিনি। নতুন ব্যবসা শুরুর প্রথম দিন আজ শুক্রবার সকালে ঘুম থেকে উঠে ফেনীর মাছের আড়তের উদ্দেশে ভ্যানগাড়ি নিয়ে রওনা হন বাশার।

বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী এলাকায় ফেনী-নোয়াখালী সড়কে ট্রাকের ধাক্কায় তাঁর স্বপ্ন গুঁড়িয়ে গেছে। ভ্যান থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই বাশার মারা গেছেন। আজ সকাল ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের আহছান উল্যার ছেলে। ফেনীর হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জায়লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইউছুপ বলেন, সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে পরিবার নিয়ে সংসার চালাতেন আবুল বাশার। মাছের ব্যবসা করার জন্য হঠাৎ সিদ্ধান্ত বদলে একটি ভ্যানগাড়ি কিনলেন তিনি। আড়ত থেকে মাছ কেনার জন্য আজই প্রথম ভ্যানগাড়ি নিয়ে বের হয়েছিলেন। প্রথম দিনেই ট্রাকের ধাক্কায় বাশার ও তাঁর পরিবারের স্বপ্ন গুঁড়িয়ে গেল।

ফেনীর দেবীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।