মরা ছাগলের মাংস বিক্রির চেষ্টা, কসাই আটক

স্থানীয়দের কাছে হাতেনাতে আটকের পর নজরুল ইসলাম
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মরা ছাগল জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এক কসাইকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বরের ফটকের সামনে মাংস বিক্রির সময় এ ঘটনা ঘটে।

ওই কসাইয়ের নাম নজরুল ইসলাম (৪৮) ওরফে ইদু। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ধনিবস্তী মহাজনহাট গ্রামের শরিফ উদ্দীনের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে নজরুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের ভেতরে ছাগল জবাই করেন। পরে তিনি ওই ছাগলের গায়ে গরুর রক্ত মাখতে গেলে স্থানীয় ব্যক্তিরা তা দেখে ফেলেন। এ দৃশ্য দেখার পর স্থানীয় লোকজন নজরুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশের উপস্থিতিতে ছাগলটি মাটির নিচে পুঁতে ফেলা হয়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম বলেন, নজরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। যেহেতু উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুটিতে আছেন, তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যায়নি। ইউএনওর সঙ্গে কথা বলে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে থানায় পুলিশি হেফাজতে নজরুল ইসলাম বলেন, ‘মরা ছাগল জবাই করে বিক্রি করতে যাব কেন? আমাকে ফাঁসানো হয়েছে।’