স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মহাসড়কের পাশে স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল দেন। খবর পেয়ে বিরামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। এ সময় ওই ব্যক্তির বাঁ পা, বাঁ হাত ও মাথার বাঁ পাশের অংশে গুরুতর ক্ষতচিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল উদ্ধারের পর নিহত ব্যক্তির লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। মাথায় ও হাত-পায়ে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।