মহেশখালীতে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল শিশুর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালীতে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের চাপায় আবদুল্লাহ নামের সাত বছরের এক শিশু নিহত হয়েছে।

সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় পুলিশ মাইক্রোবাসসহ চালক আবদুল করিমকে আটক করেছে। নিহত আবদুল্লাহ উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনা অফিস পাড়ার শাহাব উদ্দিনের ছেলে।

মহেশখালী থানা–পুলিশ সূত্র জানায়, সোমবার বিকেলে উপজেলার কুতুবজোম ইউনিয়ন থেকে বরযাত্রী নিয়ে মাইক্রোবাসটি উপজেলার প্রধান সড়ক গোরকঘাটা-জনতাবাজার হয়ে কক্সবাজারের উখিয়ায় যাচ্ছিল। পথে কালারমারছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের সামনে পৌঁছালে স্কুল মাঠে বল খেলতে আসা আবদুল্লাহকে চাপা দেয় মাইক্রোবাসটি। এতে গুরুতর আহত হয় সে।

উদ্ধার করে তাকে প্রথমে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। রাত নয়টার দিকে ওই হাসপাতালে নেওয়ার পথে পটিয়ায় আবদুল্লাহর মৃত্যু হয়।

এ ঘটনায় রাত সাড়ে নয়টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হাই। তিনি প্রথম আলোকে বলেন, অভিযোগ পেলে আটক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।