মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক

টেকনাফের হোয়াইক্যং এলাকায় অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দেন ছৈয়দ নুর
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দিয়েছেন সৌদিফেরত এক প্রবাসী। তাঁর নাম ছৈয়দ নুর (৪৫)। আজ সোমবার দুপুরের দিকে ইউনিয়নের খারাংখালী গ্রামে কয়েক শ মানুষের উপস্থিতিতে মাইকে তালাক দেওয়ার পর মিষ্টি বিতরণ করেন তিনি।

নুরের অভিযোগ, তাঁর স্ত্রী অনৈতিক সম্পর্কে জড়িত ও সাংসারিক জীবনে বোঝাপড়া না হওয়ায় স্ত্রীকে তালাক দিয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে বিচার চলমান। এর মধ্যে নুরের মৌখিক তালাক দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ১২ বছর আগে নূর ওই নারীকে বিয়ে করেন। বিয়ের পর সৌদি আরবে চলে যান। নুর ৯ বছর সৌদি আরবে প্রবাসী জীবন যাপন করলেও মাঝেমধ্যে দেশে আসতেন। ২০২১ সালের সেপ্টেম্বরের শেষের দিকে একেবারে দেশে চলে আসেন নুর। এর মধ্যে তাঁদের সংসারে কলহ শুরু হয়। প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এ কারণে মাইকে জনসমক্ষে স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা দেন নুর।

নুর বলেন, তাঁদের সংসারে চার সন্তান রয়েছে। সাংসারিক ছোট ছোট বিষয় নিয়ে সব সময় ঝগড়া-বিবাদ লেগে থাকত। এক যুগ স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তালাকের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। নুরের দাবি, স্ত্রীর হাতে তাঁর সাত লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার গচ্ছিত আছে। এগুলো নিয়ে চলে গেছেন। স্ত্রী নিজের পরিবারের কথাও শোনেন না।

এ ব্যাপারে জানতে চাইলে হোয়াইক্যং ইউপির চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী বলেন, স্বামী-স্ত্রীর বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে (ইউপি) বিচার চলমান। তবে তালাক দুজনের ব্যক্তিগত ব্যাপার। মাইকে ঘোষণা করার কোনো কিছুই নেই। এটি অন্যায় হয়েছে।

এ বিষয়ে ওই নারীর পক্ষের কেউ মন্তব্য করতে রাজি হননি।