মাদক মামলায় দুই নারীসহ তিনজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

চট্টগ্রামে মাদক মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তিন আসামি হলেন সুমি আক্তার, কোহিনুর আক্তার ও মো. নিরব। আজ সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা এই রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৫ আগস্ট নগরের স্টেশন রোড বিআরটিসি এলাকা থেকে ৪৭০ বোতল ফেনসিডিলসহ এই ৩ জনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কোতোয়ালি থানায় করা মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর আসামিরা জামিনে ছাড়া পান। দুই বছর ধরে তাঁরা পলাতক। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, আদালত ৩ আসামিকে যাবজ্জীবন, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।