মানবতা রক্ষায় যুদ্ধ বন্ধের আহ্বান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ফরিদ উদ্দিন খান আজ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে নীরব পদযাত্রা শুরু করেন
ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ফরিদ উদ্দিন খান রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, মানবতা রক্ষায় যুদ্ধ নয়, শান্তি চাই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে তিনি রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদ ও ইউক্রেনের জনগণের প্রতি সংহতি জানিয়ে এ কথা বলেন। এরপর তিনি নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট অভিমুখে নীরব পদযাত্রা করেন।

পদযাত্রা শুরুর আগে অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘সভ্যতার সবচেয়ে বড় শত্রু আজ মানবতাকে হানা দিয়েছে। শুধু ইউক্রেন নয়, সারা বিশ্বে যে যুদ্ধ হচ্ছে, তার প্রতিবাদস্বরূপ এই কর্মসূচিতে দাঁড়িয়েছি। আমরা চাই, অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক। কারণ, যুদ্ধে প্রচুর সিভিলিয়ান (বেসামরিক মানুষ) আক্রান্ত হচ্ছেন। ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষেরাও আক্রান্ত হচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেন–রাশিয়ার এ যুদ্ধ যদি চলমান থাকে তাহলে প্রচুর মানুষ ক্ষুধায় মারা যাবে। একজন বিবেকবান মানুষ হিসেবে আমি মনে করি যুদ্ধ এড়িয়ে চলা উচিত। আমরা শান্তি চাই, একটি সুন্দর পৃথিবী চাই। আমরা এখান থেকে যুদ্ধের বিপক্ষে সোচ্চার পৃথিবীর শান্তিকামী মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং ইউক্রেনবাসীর জন্য দুঃখ প্রকাশ করছি।’

এর আগে গতকাল সোমবার রাতে তিনি নিজের ফেসবুকে ইউক্রেন–রাশিয়া যুদ্ধের প্রতিবাদ জানিয়ে নীরব পদযাত্রার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী, আজ সকাল সাড়ে ১০টায় তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে রাজশাহী–ঢাকা মহাসড়ক হয়ে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে পদযাত্রা করেন। এ পদযাত্রায় অর্থনীতি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী সজল শেখর, রাজিবুল আলম, নীরব মামুন, নাঈম মাহমুদ, ফিরোজ আনাম প্রমুখ অংশ নেন।