মিনিবাসচাপায় প্রাণ গেল মামার, ভাগনে আহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

দিনাজপুর সদর উপজেলায় মিনিবাসচাপায় মামা নিহত ও ভাগনে আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের রামডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামার নাম আফজাল হোসেন (২২)। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আলাউদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় আফজালের ভাগনে রোমান শেখ (১৪) আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোমান শেখ সৈয়দপুর বিজ্ঞান কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আজ সকালে ভাগনেকে মোটরসাইকেলে নিয়ে ওই বিদ্যালয়ে যাচ্ছিলেন মামা আফজাল হোসেন। দিনাজপুর রামডুবি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে যাত্রীবাহী একটি বাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় আফজাল হোসেন ডান দিকে সড়কের ওপরে ছিটকে পড়েন। বাসের পেছন চাকা তাঁর মাথার ওপর দিয়ে যাওয়ায় তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় সড়কের বাঁ দিকে ছিটকে পড়ে রোমান শেখ আহত হয়।

দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায় এবং আফজালের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করাসহ একটি অপমৃত্যুর মামলার দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।