মিন্টু চন্দ্র বর্মণ হত্যায় জড়িতদের ফাঁসি দাবি

সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেডিকেল মোড় গোল চত্বরে
ছবি: প্রথম আলো

সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ হত্যায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দ্বিতীয় দিনের মতো মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেডিকেল মোড় গোল চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন হাতীবান্ধা এসএস সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন, মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক নাজমুল কায়েস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক রোকনুজ্জামান, টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মোস্তাফিজুর রহমান, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিলীপ কুমার সিংহ, আলিমুদ্দিন সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি লিপন, মিন্টু চন্দ্রের বাবা শরৎ চন্দ্র, টংভাঙ্গা ছাত্রলীগের সভাপতি আরিফ প্রমুখ।

পুলিশ সূত্র জানায়, মিন্টু চন্দ্র বর্মণ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া গ্রামের শরৎ চন্দ্রের বড় ছেলে। তিনি সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। গত ১৩ জুলাই আশুলিয়ার জামগড়া এলাকা থেকে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় ২২ জুলাই আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মিন্টুর ছোট ভাই দীপক চন্দ্র বর্মণ। ৯ আগস্ট সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আঙিনা খুঁড়ে মিন্টুর লাশের পাঁচ টুকরা উদ্ধার করা হয়। পরে ঢাকার দক্ষিণখানের একটি ডোবা থেকে মিন্টুর বিছিন্ন মাথা উদ্ধার করা হয়।