মিয়ানমার থেকে ৬ রোহিঙ্গার টেকনাফে অনুপ্রবেশ

রোহিঙ্গা জনগোষ্ঠী
ফাইল ছবি

মিয়ানমারে কারাভোগ শেষে ছয় রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশ করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মিয়ানমারের আকিয়াবের মংডু শহরের সীমান্ত পয়েন্ট দিয়ে তাঁরা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা শালবাগান এলাকায় প্রবেশ করেন। পরে তাঁরা রোহিঙ্গা শিবিরে থাকা তাঁদের পরিবারের কাছে আশ্রয় নিয়েছেন।

অনুপ্রবেশ করা ছয় রোহিঙ্গা হলেন মিয়ানমারের আকিয়াবের মংডু শহরের মংনামা হাসু মিয়ার ছেলে মো. আরিফ (২৪), রশিদ আহমদের ছেলে মো. ইউনুছ (২৮), কালা মিয়ার ছেলে বশির আহম্মদ (২৫), মোহাম্মদ আমিনের ছেলে সোনা আলী (৫৬), মৃত আবদুস সালামের ছেলে মো. সৈয়দ আলম (৪৭) ও মৃত আলী জোহারের ছেলে মো. শওকত আলী (৩৭)।

কক্সবাজার-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কমান্ডিং কর্মকর্তা ও অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক বলেন, কারাভোগ শেষে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা নতুন রোহিঙ্গাদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। নতুন অনুপ্রবেশ করা ছয় রোহিঙ্গাসহ ১৩ জনকে চিহ্নিত করা হয়েছে, যাঁরা মিয়ানমার থেকে টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করেছেন।