মিরপুর পৌর এলাকায় সাত দিনের বিধিনিষেধ

করোনাভাইরাসের বিস্তার রোধে কুষ্টিয়া মিরপুর পৌর এলাকায় বিধিনিষেধ জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাত সাড়ে আটটায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন। পরে তিনি প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা প্রশাসনের ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ জুন ভোর ৬টা থেকে ২৩ জুন ভোর ৬টা পর্যন্ত মিরপুর পৌর এলাকায় এ বিধিনিষেধ বহাল থাকবে। পৌর এলাকার মধ্যে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, দোকান, শপিং মল ও রেস্তোরাঁ বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, ওষুধ বিক্রির দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে।

উপজেলা প্রশাসনের ওই গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিধিনিষেধ চলাকালে মিরপুর পৌর এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে স্থানীয় তিন চাকার অটোরিকশা সামনে ও পেছনে এক যাত্রী নিয়ে চলতে পারবে। এ ছাড়া এ সময় সব ধরনের পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।