মিরসরাইয়ে প্রতিদ্বন্দ্বী নেই ৯ ইউপি চেয়ারম্যান প্রার্থীর

নির্বাচন
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ের নয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পদে শুধু একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য কোনো প্রার্থী না থাকায় মনোনয়ন প্রত্যাহার না করলে ও যাচাই–বাছাইয়ে কোনো সমস্যা না হলে বিনা ভোটে চেয়ারম্যান হবেন এই ৯ প্রার্থী।

আগামী ১১ নভেম্বর মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

মিরসরাই উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মিরসরাইয়ে ১৬টি ইউনিয়নের ইউপি নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ ১৭ অক্টোবর। এদিন ১৬টি ইউনিয়নে ২৮ জন চেয়ারম্যান, ১২৭ জন সংরক্ষিত নারী সদস্য ও ৬০২ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে করেরহাট ইউনিয়নে এনায়েত হোসেন, ধুম ইউনিয়নে আবুল খায়ের মো. জাহাঙ্গীর ভূঁইয়া, ওচমানপুর ইউনিয়নে মফিজুল হক, কাটাছড়া ইউনিয়নে রেজাউল করিম হুমায়ুন, মঘাদিয়া ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন, মায়ানী ইউনিয়নে কবির আহমেদ নিজামী, হাইতকান্দি ইউনিয়নে জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাহেরখালী ইউনিয়নে কামরুল হায়দার চৌধুরী ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। এই নয়জনই আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রর্থী ও বর্তমান চেয়ারম্যান।

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যপদে মোট ৭৫৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৬ অক্টোবর প্রত্যাহার, ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ ও ২১ অক্টোবর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই–বাছাই হবে। যাচাই–বাছাইয়ে কোনো সমস্যা না হলে ৯টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে চেয়ারম্যান হবেন।