মির্জাপুরে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে গণ–অনশন ও বিক্ষোভ কর্মসূচি

মির্জাপুরে গণ–অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে
ছবি: প্রথম আলো

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সরকার ঘোষিত ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে গণ–অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। আজ শনিবার সকাল আটটা থেকে উপজেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এ কর্মসূচি পালন করছে।

সংগঠনটির উপজেলার শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর শুধু হামলা বা আগুন ধরিয়েই সন্ত্রাসীরা ক্ষান্ত হয়নি। তাদের সম্পদ, গবাদিপশু, ঘরের চাল-ডাল লুটপাট করা হয়েছে। আমরা এসব ঘটনার দ্রুত বিচার চাই।’

সংগঠনের সভাপতি মির্জাপুর পৌরসভার সাবেক প্রশাসক উত্তম কুমার সেন সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সরকার হিতেশ চন্দ্র, মির্জাপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে, সংগঠনটির উপজেলা কমিটির নেতা প্রমথেশ গোস্বামী, তপন কুমার শেঠ প্রমুখ।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মির্জাপুরের এ কর্মসূচি আজ দুপুর ১২টা পর্যন্ত চলবে।