মুঠোফোনের চার্জ দিতে গিয়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

নেত্রকোনায় মুঠোফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরমান রহমান (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে শহরের বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আরমান শহরের ব্যবসায়ী ও ঠিকাদার আজাদ রহমানের একমাত্র ছেলে। সে নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আরমান আজ রোববার বেলা সোয়া তিনটার দিকে নিজ কক্ষে মুঠোফোনে চার্জ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মো. রুহুল আমিন আরমানকে মৃত ঘোষণা করেন।

আরমানের এক স্বজন জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন। তিনি বলেন, আগামীকাল সোমবার বেলা দুইটার দিকে বড়বাজার জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রুহুল আমিন জানান, আরমানকে হাসপাতালে আনার আগেই মারা যায়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।