মুঠোফোনে ‘গেম খেলা’ নিয়ে ছুরিকাঘাতে নিহত ১

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

গোপালগঞ্জে মুঠোফোনে ‘গেম খেলা’ নি‌য়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কবির সরদার (৩৮)। তিনি উপজেলার ভোজরগা‌তি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ভোজরগাতি সরকা‌রি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদে স্থানীয় জাহিদ শেখের ছেলে হাসান শেখ ও লোকমান সরদারের ছেলে টিটু সরদারসহ কয়েকজন মিলে মুঠোফোনে গেম খেলছিলেন। একপর্যায়ে টিটু সরদার ও হাসান শেখের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আরোজ আলী বিষয়টি মীমাংসা করে দেন। এর কিছুক্ষণ পর স্কুলের সামনে হাসান শে‌খের বাবা জাহিদ শেখ টিটু সরদারের ওপর ধারালো ছুরি দিয়ে আক্রমণ করেন। জাহিদ শেখের ক্ষিপ্ত অবস্থা দেখে একই এলাকার কবির সরদার উভয়ের মারামারি ঠেকাতে এগিয়ে আসেন। এ সময় জাহিদ শেখের ধারালো ছুরিকাঘাতে কবির সরদার ও টিটু সরদার গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী কিশোর সজিব শেখ বলে, মুঠোফোনে অনলাইনে ফ্রি ফায়ার গেম খেলার সময় গেমের মধ্যে হাসান শেখ তাঁর বাড়ি ও স্বর্ণালংকার রক্ষণাবেক্ষণের জন্য টিটু সরদারকে দায়িত্ব দেন। হাসানের বাড়ি গুলি করে উড়িয়ে দেন টিটু সরদার। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হলে কয়েকজন মুরব্বি এসে প্রাথমিকভাবে মীমাংসা করে দেন। এ নিয়ে কিছুক্ষণ পর ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কবির সরদারকে মৃত ঘোষণা করেন। আহত টিটু সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল ক‌লেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।