মুঠোফোন ভেঙে ফেলায় স্বামীর মারপিটে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

হত্যা
প্রতীকী ছবি

জয়পুরহাটের কালাই উপজেলায় সন্তানদের ওপর রাগ করে মুঠোফোন ভেঙে ফেলায় স্বামীর মারপিটে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেলে কালাই পৌর শহরের পাঁচশিরা মহল্লায় এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তি হলেন শাহিনুর বেগম (২৮)। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভুরুঙ্গি গ্রামের আজিবরের স্ত্রী। তাঁরা স্বামী-স্ত্রী পৌর এলাকায় একটি চাতালে কাজ করতেন। সেখানেই তাঁরা বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শাহিনুর বেগমের দুই ছেলে মুঠোফোনে গেমস খেলছিল। তিনি ছেলেদের গেমস খেলতে বারণ করেন। কিন্তু ছেলেরা তাঁর কথা শোনেনি। এতে শাহিনুর বেগম ক্ষিপ্ত হয়ে ছেলেদের কাছ থেকে মুঠোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।

মুঠোফোন ভেঙে ফেলায় শাহিনুর বেগমকে তাঁর স্বামী মারধর করেন। এতে শাহিনুর বেগম অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে পাশের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। সেখানেই লাশ রেখে স্বামী পালিয়ে যান।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত শাহিনুর বেগমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।