মুন্সিগঞ্জে জেলেদের হামলায় আহত নৌ পুলিশ সদস্যের মৃত্যু

কনস্টেবল কবির হোসেন
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের চর আবদুল্লাহপুরের চরঝাপটা এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে জেলেদের হামলায় আহত নৌ পুলিশের কনস্টেবল কবির হোসেন (৪২) মারা গেছেন। ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর রাজধানীর ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে আজ বৃহস্পতিবার মারা যান তিনি।

আজ পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ অক্টোবর মুন্সিগঞ্জ সদর থানার চর ঝাপটা এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২১ চলাকালে কিছু জেলের অতর্কিত হামলায় কনস্টেবল কবির হোসেনসহ নৌ পুলিশের পাঁচ সদস্য আহত হন।

তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কবিরকে ঢাকার ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল মারা যান তিনি। কবির হোসেন ১৯৭৯ সালের ১৭ সেপ্টেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল থানাধীন রাজাপুর গ্রামে।

নৌ পুলিশের মুন্সিগঞ্জের পুলিশ সুপার মিনা মাহমুদা প্রথম আলোকে বলেন, কবির হোসেনের সঙ্গে অন্য যে চারজন কনস্টেবল আহত হয়েছিলেন, চিকিৎসার পর তাঁরা সেরে উঠেছেন।