শারিকার বাবা জব্বার খান বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে দুই ভাই–বোন বাড়ির সামনে উঠানে খেলছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে পুকুরে নেমে তারা ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করে দুপুরে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ‘বুঝিনি দুই ভাই–বোন এত অল্প সময়ে খেলতে খেলতে চোখের আড়াল হয়ে যাবে। কখন যে পুকুরে নেমেছে, আমরা খেয়ালই করিনি।’
হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত নার্স নূর জামান।