মৃদু শৈত্যপ্রবাহে কাবু উত্তরের জনজীবন

হাড় কাঁপানো শীতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করছেন সাধারণ মানুষ। সোমবার সকাল সাড়ে ৮টায় পঞ্চগড় সদর উপজেলার ডুডুমারী আশ্রয়ণ প্রকল্পে
ছবি : রাজিউর রহমান

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে মাঘের শীত। টানা চার দিন ধরে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছে উত্তরের এই জনপদের মানুষ। তবে টানা চার দিন তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও কমেছে কুয়াশার দাপট।

আজ সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গত কয়েক দিন ঘন কুয়াশা থাকলেও এখন তা কমে হিমেল বাতাস বইছে। সকালে মিলছে সূর্যের দেখা, উঠছে ঝলমলে রোদ।

এর আগে গতকাল রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এ ছাড়া গত শনিবারও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

আজ সকালে পঞ্চগড় সদর উপজেলার নির্মাণশ্রমিক জামান আলী প্রথম আলোকে বলেন, ‘কুয়াশা কম হলে কী হবে, ঠান্ডা শীতল বাতাসে হাত–পা বেঁকে আসতেছে। সকালে তো ঠান্ডার কারণে কাজ শুরু করতে দেরি হচ্ছে। আর বিকেল হলে আবার শুরু হচ্ছে বাতাস।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ প্রথম আলোকে বলেন, পঞ্চগড় জেলার ওপর দিয়ে টানা চার দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কুয়াশা কমে যাওয়ায় সকাল সকাল রোদের দেখা মিলছে। এতে দিনের বেলা শীত কিছুটা কম অনুভূত হচ্ছে। তবে উত্তরের ভারী শীতল বাতাস সরাসরি তেঁতুলিয়ায় প্রবেশ করায় রাতে ও সকালে তীব্র শীত অনুভূত হচ্ছে। এ ছাড়া আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলা সূর্যের তীব্রতা ছড়ানোয় দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাচ্ছে।