মেঘনা নদীতে দুর্ঘটনায় গমবাহী জাহাজ

নৌ দুর্ঘটনা
প্রতীকী ছবি

গম নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে লক্ষ্মীপুরের রামগতি এলাকায় মেঘনা নদীতে একটি লাইটার জাহাজ দুর্ঘটনায় পড়েছে। নদীর নিচে কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, জাহাজটি পানির নিচে থাকা কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে মঙ্গলবার দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর জাহাজটি কাছের একটি খালে নেওয়া হয়।

মোহাম্মদ সেলিম বলেন, জাহাজের নাবিকেরা নিরাপদে আছেন। মালিকপক্ষ দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে গম খালাস করে আরেকটি জাহাজে নেওয়ার প্রক্রিয়া শুরু করছে। জাহাজটি ডুবে গেছে কি-না জানতে চাইলে তিনি বলেন, জাহাজটি ডোবেনি। খালের মধ্যে আছে।

লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল জানিয়েছে, বন্দরের বহির্নোঙরে একটি বড় জাহাজ থেকে পণ্য নিয়ে এটি ঢাকায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। জাহাজে কত টন গম ছিল তা জানা যায়নি।