মোটরসাইকেলকে সাইড না দেওয়ায় ট্রাকচালককে হত্যার অভিযোগ

ছুরিকাঘাতে হত্যা
প্রতীকী ছবি

দিনাজপুরের বিরল উপজেলায় মোটরসাইকেলকে সাইড না দেওয়ায় ট্রাকচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা তিনটার দিকে উপজেলার ধামইর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সাবস্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত ট্রাকচালকের নাম গোলাম মোস্তফা (৩২)। তিনি টাঙ্গাইলের বাসিন্দা। এ ঘটনায় চালকের সহকারী আমিনুর রহমান আহত হয়েছেন।

আমিনুর রহমান জানান, ঠাকুরগাঁও জেলার হরিপুরে পণ্য পৌঁছে দিয়ে তাঁরা দিনাজপুর ফিরছিলেন। পথে বিরলের পল্লী বিদ্যুৎ সাবস্টেশন এলাকায় পৌঁছানোর কিছু আগে পেছন থেকে চারটি মোটরসাইকেল সাইড চেয়ে হর্ন দিতে থাকে। তবে মোটরসাইকেলগুলোকে সাইড দেওয়ার মতো সুবিধাজনক জায়গা পেতে দেরি হচ্ছিল। পরে পল্লী বিদ্যুৎ এলাকায় তাঁদের সাইড দেওয়া হয়। ততক্ষণে চারটি মোটরসাইকেলে থাকা সাত ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে ট্রাকের সামনে এসে গতিরোধ করেন।

আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মোটরসাইকেলের লোকজন আমাকে ও ওস্তাদকে (চালক) গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামায়। তখন তাদের সঙ্গে কথা–কাটাকাটি শুরু হলে তারা আমাদের মারধর শুরু করে। এর মধ্যে একজন চাকু বের করে ওস্তাদের পায়ের রানের মধ্যে চাকু মারলে ওস্তাদ মাটিতে পড়ে যায়। পরে তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়।’

পরে স্থানীয় লোকজন চালক গোলাম মোস্তফা ও আমিনুর রহমানকে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, আহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, গোলাম মোস্তফাকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির স্বজন কিংবা ট্রাকচালক যে কোম্পানিতে কাজ করতেন, তাদের প্রতিনিধি এলে এ বিষয়ে আলোচনা করে একটি মামলা করা হবে।