মৌলভীবাজারে এক দিনে করোনার সংক্রমণ দ্বিগুণ বেড়ে ২৫ শতাংশের ওপরে

করোনাভাইরাস
প্রতীকী ছবি

মৌলভীবাজারে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। আজ সোমবার করোনার নমুনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে ২৫ শতাংশের ওপরে। এ সংক্রমণের হার গতকাল রোববার থেকে দ্বিগুণের বেশি। জেলা সিভিল স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে মৌলভীবাজার জেলার ১০৩টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এতে করোনা পজিটিভি ধরা পড়েছে ২৬ জনের। করোনা শনাক্ত ২৫ দশমিক ২৪ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় ৭০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮ জনের। সংক্রমণ ছিল ১১ দশমিক ৪ শতাংশ।

জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ আজ সোমবার প্রথম আলোকে বলেন, বর্তমানে নমুনা সংগ্রহ বেড়েছে। করোনা শনাক্তের হারও বাড়ছে। বিভিন্নভাবে জনসাধারণকে সচেতন করার চেষ্টা হচ্ছে। কিন্তু জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা, স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিভিন্ন স্থানে মেলা হচ্ছে। ভিড়ের কারণে করোনার সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে।