ময়মনসিংহে মসজিদের জমি নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত
ময়মনসিংহে মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে সংঘর্ষের পর বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ভাই এবং রাতে ঢাকায় চিকিৎধীন অবস্থায় আরেক ভাইয়ের মৃত্যু হয়।
ময়মনসিংহ সদর উপজেলার চর সিরতা ইউনিয়নের নয়াপড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন নয়াপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৩৫) ও শফিকুল ইসলাম (২৬)। তাঁদের বাবার নাম আলী আকবর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়াপাড়া গ্রামের মসজিদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে নয়াপাড়া গ্রামের আবুল হাসেমের সঙ্গে গ্রামবাসীর একটি অংশের বিরোধ ছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে এর আগেও সংঘর্ষের ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি থানায় সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার সকালে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সালিস হওয়ার কথা ছিল। সকালে সালিস শুরু হওয়ার পরপর দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। এ সময় আবুল হাসেমের পক্ষের লোকেরা বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন রফিকুল ইসলামকে। রফিকুল ইসলামকে বাঁচাতে এগিয়ে যান ছোট ভাই শফিকুল। পরে শফিকুলকেও বাঁশ দিয়ে পেটায় প্রতিপক্ষ।
আহত দুই ভাইকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বিকেলে রফিকুল মারা যান। পরে শফিকুলকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে নয়টার দিকে শফিকুল মারা যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ঘটনার পর থেকে হাসেমের পক্ষের লোকজন পলাতক। নিহত দুই ভাইয়ের পরিবার এখনো মামলা দেয়নি। তবে পুলিশ জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা করছে।