ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু

করোনায় মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। আজ শুক্রবার ওই হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন এসব তথ্য জানিয়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলার দুজন এবং জামালপুর জেলার দুজন। তাঁরা সবাই পুরুষ। তাঁদের মধ্যে ময়মনসিংহ সদরের অজিত কুমার (৭৭) করোনায় মারা গেছেন। এ ছাড়া ময়মনসিংহ সদরের নূর আহমেদ (৭০), জামালপুর সদরের আবদুর রহমান (৫০) ও কামাল শেখ (৮০) বিভিন্ন রকমের উপসর্গ নিয়ে মারা গেছেন। চলতি মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ এবং আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল এ হাসপাতালে।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮ জন ভর্তিসহ আজ সকাল পর্যন্ত ১০৫ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিইউতে ছয়জন চিকিৎসাধীন। এ ছাড়া গতকাল সুস্থ হয়ে ১৯ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ৫২ জন ওয়ানস্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৩৮৩টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ২৩। আজ সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৪৯৯ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭২ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ২৭৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ১ হাজার ৪১ জন হোম আইসোলেশনে রয়েছেন।